কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়া উপজেলার নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। গত সোমবার বিকেলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় জেলা প্রশাসক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ ইউনিয়নের উনয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন। কোন অবস্থাতেই জনসেবায় অবহেলা সহ্য করা হবে না।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কঙবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও কঙবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।