উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম কার্ড বিতরণ শুরু

প্রথম ধাপে ১০ হাজার রোহিঙ্গা পাচ্ছেন নিবন্ধিত সিম

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ১২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম কার্ড বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রথম ধাপে ১০ হাজার রোহিঙ্গাকে নিবন্ধিত ও অনুমোদিত সিম কার্ড দেওয়া হবে। সোমবার (১০ নভেম্বর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রথম দিন ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (ইউসিআর)–এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে সিম কার্ড তুলে দেওয়া হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড দ্রুত ব্লক করে দেওয়া হবে। কেবল বৈধ সিম ব্যবহারের সুযোগ থাকবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং অবৈধ সিম ব্যবহার করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন মোবাইল অপারেটরের সিম অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন, যা নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার চলতি বছরের আগস্টে রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও চারটি মোবাইল অপারেটরের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়।সিম বিক্রির প্রচলিত নীতিমালা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য প্রয়োজন হয়। কিন্তু রোহিঙ্গাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বিকল্প পদ্ধতি হিসেবে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) প্রদত্ত নিবন্ধন নম্বর বা ‘প্রোগ্রেস আইডি’ ব্যবহার করা হচ্ছে। ১৮ বছর বা তার বেশি বয়সী রোহিঙ্গারা এই আইডির মাধ্যমে সিম কার্ড পাবেন। এজন্য মোবাইল অপারেটররা পৃথক নম্বর সিরিজ নির্ধারণ করেছে।ইউএনএইচসিআরের রোহিঙ্গা ডেটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে। পরবর্তীতে এই তথ্য সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করা হবে।

পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগে প্রথম ধাপে ১০ হাজার রোহিঙ্গাকে বৈধ সিম প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা পীরজাদা মোস্তাক বিল্লাহ সুলতানাপুরী আর নেই