উখিয়ায় ৭ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

উখিয়ায় সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল হতে ২ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লক্ষ টাকা। গতকাল সোমবার রাত ৯ টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এ তথ্য নিশ্চিত করেন। সীমান্তের রেজুআমতলী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। মিয়ানমার থেকে ৬ জন পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসার পথে উখিয়ার রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে বিজিবি ফাঁদ পেতে থাকে। দুপুর দেড়টার দিকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। দায়িত্বরত বিজিবি সদস্যরাও তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষায় সাত রাউন্ড পাল্টা গুলি বর্ষণ করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাত কোটি বিশ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানান।

পূর্ববর্তী নিবন্ধডায়রিয়ায় দুদিনে সাত মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট