কক্সবাজারের উখিয়ায় হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, নারী নিযার্তনসহ ১২টি মামলার পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ গাছ কালুর পুত্র মোহাম্মদ সেলিম।
আটককৃত আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। রোববার (৩ আগস্ট) দিবাগত গভীররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, সেলিমের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ ও মারধর, মাদক ও অস্ত্র ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি ১২টি মামলার আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত ছিলেন।
বিগত ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা দায়ের হয়। এর মধ্যে রয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (৩/৪ ধারা, ২০২৫), বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডাকাতি, মানব পাচার, মারধর এবং চাঁদাবাজির মামলা।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের জালে আটকা পড়ে। প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।