কক্সবাজারের উখিয়ার দশ হাজার ইয়াবা সহ কুতুপালং এলাকা থেকে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
এ সময় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মৃত মীর আহমদের ছেলে মো. শাহজাহান(৫০)কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কক্সবাজার (দক্ষিণ)-এর যুগ্ম পরিচালক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উখিয়া থানার ওসি (তদন্ত) সহ সঙ্গীয় ফোর্স কুতুপালং চৌধুরী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ শাহজাহান নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।
তিনি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।












