উখিয়ায় ১০ দিনের কঠোর নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ বৃদ্ধি

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ মে, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

উখিয়া উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১০ দিনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে। এ সময় কোভিড-১৯ মহামারী সংক্রমণ প্রতিরোধ আইন সকলকে মানতে বাধ্য করা হবে। সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও উখিয়ায় করোনা সংক্রামণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের আলোকে কঠোর নিয়ন্ত্রণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ১০ দিন উখিয়া উপজেলায় কোন মানুষ প্রবেশ করতে পারবেনা আবার কেউ বাইরেও যেতে পারবেনা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃক্সখলা বাহিনী বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করবে। কক্সবাজার-টেকনাফ সড়কে সরাসরি কোন বাস চলাচল করতে পারবেনা। ওষুধ ও অত্যাবশ্যকীয় দোকান ব্যতীত বিকেল ৫টার পর কোন দোকান খোলা রাখা যাবে না।
ইউএনও আরও বলেন, উখিয়ার ২৬টি রোহিঙ্গা ক্যাম্পে কঠোর নিয়ন্ত্রণ চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সবকিছুর যাতায়াত বন্ধ থাকবে। কঠোর নিয়ন্ত্রণ চলাকালে এনজিও, জাতিসংঘের সংস্থাসহ ক্যাম্প সমূহে কর্মরত সংশ্লিষ্টদের যানবাহন চলাচল ও যাতায়াত কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কক্সবাজারসহ অন্যান্য এলাকা থেকে কোন রোহিঙ্গা সেবাকর্মী উখিয়ার কোন ক্যাম্পে যাতায়াত করতে পারবে না। বিশেষ প্রয়োজনে তাদের উখিয়ায় থেকে রোহিঙ্গাদের সেবা প্রদান করতে হবে। এটি ‘লকডাউন নয়, কোভিড-১৯ ব্যাপক সংক্রমণ প্রতিরোধে সরকারের জারিকৃত বিধিমালার যথাযথ ও কঠোর প্রয়োগ।

পূর্ববর্তী নিবন্ধচুরিতে ট্রিপল সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধমে’র শেষ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের