কক্সবাজারের উখিয়ায় বন থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পান স্থানীয়রা। হাতিটির মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হাতিটির মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করেছে। রফিকের ঘোনা খালের উত্তর–পূর্ব পাশে হাতিটি মৃত অবস্থায় পড়েছিল। সে সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। তিনি বলেন, ওইদিন দুপুর ২টার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করেন। আলামত সংগ্রহ করে ল্যাবেও পাঠানো হয়েছে।