উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি এটি পুনঃস্থাপন করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানেন উদ্যোগে ফিল্ড হাসপাতাল পুনঃস্থাপনে প্রয়োজনীয় তাঁবু, চিকিৎসা সামগ্রী ও ওষুধ গত ২৭ মার্চ ও ২ এপ্রিল দুই দফায় পাঠানো হয়। গত ৪ এপ্রিল চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৭ মার্চ প্রথম চালানে তুরস্ক থেকে আসে ২০ টন তাঁবু। ওইদিন শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, এয়ার ভাইস মার্শাল ফাকরুল ইসলাম, চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান প্রমুখ।