কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প–১৬ এ আগুনে পুড়ে গেছে অন্তত ৫০০ বসতি। এতে অন্তত ২ হাজার ২০০ রোহিঙ্গা তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পটিতে থাকা বেশ কিছু শিক্ষাকেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানও পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৬টায়।
ক্যাম্পের ডি–ব্লকের এক বাসিন্দার রান্নাঘরে থাকা চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ব্লকের হেড মাঝি ও রোহিঙ্গা নেতা রিয়াজ উল্লাহ। তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, মোহাম্মদ আনিছ নামের এক বাসিন্দা রাত পৌনে ৩টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দেন। এরপর চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। পরে সেই চুলা থেকে ঘরটিতে আগুন লাগে এবং তা আশপাশে ছড়িয়ে পড়ে।
রিয়াজ উল্লাহ বলেন, ক্যাম্পেটিতে ৩৪ হাজার রোহিঙ্গা বসতি। বাঁশ ও ত্রিপলের ছাউনির ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো। এ কারণে কোনো একটি ঘরে আগুন লাগলে অন্য ঘরগুলো আগুন থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আগুনে রোহিঙ্গাদের বসতি ছাড়াও ২টি মসজিদ, ১০টি লার্নিং সেন্টার (শিশুশিক্ষাকেন্দ্র) ও একটি মাদ্রাসা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রায় ২২০০ রোহিঙ্গা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আগুন লাগার পর হুড়োহুড়িতে কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এর সঙ্গে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরাও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেন।
ফায়ার সার্ভিস উখিয়ার স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ঘনবসতির ক্যাম্পে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়। তারপরও দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পৌঁছাতে দেরি হলে আগুন ভয়াবহ আকার ধারণ করত। তিনি আরও বলেন, শীত মৌসুমে আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর উখিয়ার মধুরছড়া ক্যাম্পে (ক্যাম্প–৪) ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসরকারি সংস্থার একটি হাসপাতাল এবং ২৫ ডিসেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডে বেশ কিছু রোহিঙ্গা বসতি পুড়েছিল।











