কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে আটক করেছে। আটককৃতের নাম নুরুল আজিম। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
আজ মঙ্গলবার দুপুরের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন। সোমবার গভীররাতে তাকে আটক করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ সত্যতা নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।