উখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

উখিয়ার হরিণমারা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এটি জব্দ করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, শীতের সকাল। এই সুযোগে হয়তো নিশ্চিন্তেই পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছিল। কিন্তু খবর পেয়ে অভিযান চালায়।
এসময় পাহাড়ি মাটিভর্তি ট্রাককে সিগনাল দিলাম, থামলো না। প্রায় চার-পাঁচ কিলোমিটার ধাওয়া করে ডাম্পারটি জব্দ করা হয়। ডাম্পারের মালিক, চালক ও হেলপারসহ পাহাড় কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার সরকার জনগণের কল্যাণে ব্যাপক কাজ করছে
পরবর্তী নিবন্ধসেলুন মালিক কল্যাণ সমিতির সভা