উখিয়ায় বৈদ্যুতিক শক দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে বৈদ্যুতিক শক দিয়ে একটি বন্য হাতিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে হাতিটি উখিয়ার রাজাপালংয়ের খয়রাতি পাড়ায় পড়ে আছে। সকালে ঘটনাস্থলে পৌঁছে বনবিভাগের একটি দল।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে তারা প্রথমে হাতির মরদেহটি দেখতে পান। বিশাল দেহ নিয়ে নিশ্চুপ পড়ে থাকা বন্য প্রাণীটিকে ঘিরে জড়ো হতে থাকে উৎসুক মানুষ। খুব দ্রুতই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের একটি দল। খবর বাংলানিউজের।

বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ফসল রক্ষার উদ্দেশ্যে কেউ কারেন্টযুক্ত জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল। সেটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যে নমুনা সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছে। বন্যহাতির এই মৃত্যু এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিবেশবাদীরা বলছেন, মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব বাড়লেও বৈদ্যুতিক ফাঁদ কোনো সমাধান নয়। বরং এ ধরনের ফাঁদ মানুষ ও প্রকৃতি, দু’পক্ষের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনে।

সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মো. মনিরুল ইসলাম বলেন, হাতি হত্যার অন্যতম কারণ হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। বনবিভাগের পক্ষ থেকে বার বার চিঠি দেওয়া হলেও বিদ্যুৎ বিভাগ কোনোভাবেই ব্যবস্থা নিচ্ছে না। অবৈধভাবে লাইন নেওয়া বিদ্যুতের সার্কিট দিয়ে বারবার হাতি হত্যা করছে এই চক্রটি। আজকের হাতি হত্যাটিও একই কারণে হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্ট শাহজাহানের স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধশততম টেস্ট খেলবেন মুশফিক, সিরিজ জিততে চায় বাংলাদেশ