উখিয়ায় ৩ লাখ ২৩ হাজার ৩৭৫ পিস এমফিটামিন জাতীয় ট্যাবলেট, ২ লাখ ৫৮ হাজার ৫২০ নগদ টাকা, ১ হাজার ২৩৫ মিয়ানমারের মুদ্রা (কিয়াট) এবং প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব ট্যাবলেট, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে এপিবিএন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ক্যাম্পের ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২৭), কেফায়েত উল্লাহর ছেলে ওবায়দুল্লাহ (২৯) ও মাহাবুর রহমানের ছেলে মো. ইয়াহিয়া (১৯)। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক জানান, আনোয়ারা বেগমের বসতঘরের ভেতর মাটির নিচে সুকৌশলে সুড়ঙ্গ তৈরি করে মাদক জাতীয় দ্রব্য, স্বর্ণালংকার ও টাকা লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয় ছাত্রলীগ নেতা আলমগীর আলম জানান, মিয়ানমার থেকে মাদক জাতীয় উপাদান এনে ক্যাম্পের অভ্যন্তরে ইয়াবা বানানো হচ্ছে। সূত্র জানায়, ইয়াবাসহ বেশ কয়েকটি মাদক এমফিটামিন দিয়ে তৈরি করা হয়। ইয়াবায় পাঁচ ভাগ এমফিটামিন থাকে।