উখিয়ায় বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি ডাকাত লুতিয়া নিহত

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

উখিয়ার পালংখালীর সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি এক শীর্ষ ডাকাত নিহত হয়েছে। নিহত লুৎফুর রহমান লুতিয়া (৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি। নিহত লুৎফর ডাকাতির পাশাপাশি মিয়ানমারের সাথে ইয়াবা পাচার কাজেও লিপ্ত ছিল বলে জানা গেছে। গত কয়েক মাস আগে উক্ত ডাকাতের নেতৃত্বে পালংখালী বিওপির বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল। তার বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় ডজনেরও বেশি ডাকাতি ও মাদক পাচার মামলা রয়েছে বলে জানা যায়। কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ডাকাত নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিস্তারিত পরে জানা যাবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতালের অনুমোদন দেবে না সিডিএ
পরবর্তী নিবন্ধক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী কারাগারে