উখিয়ায় পুলিশের গুলিতে আরসা কমান্ডার নিহত

তিন রোহিঙ্গা আটক, অস্ত্র উদ্ধার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

উখিয়ায় এপিবিএন পুলিশের গুলিতে আরসা কমান্ডার আব্দুল মজিদ প্রকাশ লালাইয়া (৩৪) নিহত হয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন রোহিঙ্গা, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। নিহত রোহিঙ্গা উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা ক্যাম্পের ই/৩ ব্লকের নুরুল আমিনের ছেলে। তিনি মিয়ানমারে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরসা’র স্থানীয় ক্যাম্প কমান্ডার হিসেবে তৎপর ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ক্যাম্প১৯, ব্লক/৮ এর কাশেম আলীর ছেলে মোহাম্মদ তাহের (৪৫), একই ব্লকের সলিমুল্লাহ এর ছেলে লিয়াকত আলী (২৫) ও ব্লক এ/১৭ এর মৃত সৈয়দ হোসেনের ছেলে জামাল হোসেন (২০)

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের এ/৮ ব্লকের ঘোনারপাড়া পাহাড়ে এই ঘটনা ঘটেছে বলে জানান ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার সময় ক্যাম্পের আমিন মাঝির বাড়ির পাশে কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০৫০ জন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে অস্ত্রধারীরা পিছু হটে। পরে পুলিশ উক্ত এলাকা ও ঘর তল্লাশি করে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। এসময় পাশের অন্য একটি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে থাকা আরসা কমান্ডার আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজন এপিবিএন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমাঝখানে দেয়াল দিয়ে প্রাচীন পুকুর ভরাট
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে পিএইচপি ফ্যামিলির কোটি টাকা অনুদান