উখিয়ায় নারীর বস্তাবন্দি মরদেহ, স্বামী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রহিমা আকতার (৩০) নামে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উখিয়া থানার টহল দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রহিমা উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে। নিহতের স্বজনরা জানান, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন ঘুরতে নিয়ে যাবেন বলে রহিমাকে বাবার বাড়ি থেকে নিয়ে বের হন। এরপর থেকে রহিমা ও জসিম উদ্দীন

নিখোঁজ ছিলেন।

উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং স্বামীর সন্ধান পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টের সামনে খণ্ডিত লাশ : প্রধান সন্দেহভাজন বন্ধু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেলুনে চুল কাটানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক