কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাত পৌনে তিনটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর এ-ব্লকের জি/৪ সাব ব্লকের চানমিয়া মাঠের পূর্ব পাশে সিরাজুল ইসলামের চা-পানের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অস্ত্রসজ্জিত ২৫/৩০ জন লোক ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। তৎক্ষণাৎ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অপারেশন অফিসার, পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে দেশীয় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তারা হলো ক্যাম্প-১৭, ব্লক-বি, সাব ব্লক-এইচ/১০২ এর আবুল হাসিমের ছেলে মো. জাবের (২৪), ক্যাম্প-৫, ব্লক-সি, সাব ব্লক-ইই/৫ এর মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম(৩২), ক্যাম্প-৫, ব্লক-বি, সাব ব্লক-জি/৫৭ এর নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ(৫২), ক্যাম্প-৫, ব্লক-ডি, সাব ব্লক-ইই/৪ এর নূর আলমের ছেলে মো. জমির (২৭), ক্যাম্প-১/ডব্লিউ, ব্লক-সি/১২এর মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও ক্যাম্প-৭, ব্লক-এফ/১০ এর মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)।
এ সময় ধৃতদের হেফাজত হতে ১টি রামদা, ১টি কিরিচ, ১টি বক্রাকৃতি ধামা, ২টি লম্বাকৃতি ধামা, ১টি নান চাকু ও ১টি রড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী ও পলাতক পাঁচজনের নাম-ঠিকানা প্রকাশ করে। তারা হলো ক্যাম্প-১৭, ব্লক-এ, সাব ব্লক-এইচ/ ৯২এর লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিরুন (৪০), ক্যাম্প-৮/ডব্লিউ, ব্লক-সি, সাব ব্লক-আই/১৭ এর মৃত মকবুল আহম্মদের ছেলে আব্দুল হাই(৪০), ক্যাম্প-১৭, ব্লক-এ, সাব ব্লক-এইচ-/৯২ এর সৈয়দ আলমের ছেলে ইলিয়াস(৩২), ক্যাম্প-৫, ব্লক-ইই/৫ এর মৃত আবুল বশরের ছেলে মৌলভী অলি প্রকাশ আকিজ প্রকাশ সহিদুল ইসলাম(৪২) ও ক্যাম্প-৫ ব্লক-জি/৪ এর নূর আহম্মদের ছেলে মুফতি জিয়া রহমান(৩০)।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, “আসামিগণ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাছাড়া তারা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল মর্মে জানায়।”
তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।