উখিয়ায় জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত

উখিয়া সংবাদদাতা | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে ৫টায় উখিয়া স্টেশন থেকে শুরু হওয়া এই গণমিছিল হেঁটে ৫ কিলোমিটার উত্তরে কোটবাজার স্টেশনে এসে সমাপ্ত হয়।

এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি।

তিনি বলেন, “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট।”

তিনি আরও দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, “জামায়াতের ওপর দমন-পীড়ন চালিয়েও আমাদের দাবিকে দমিয়ে রাখা যায়নি। উখিয়ার গণমিছিল প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তনের পক্ষে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াত সমাজকল্যাণ সেক্রেটারী নুরুল হোসাইন সিদ্দিকী, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুর রহিম নুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলতান আহমেদ, উখিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও শ্রমিক সংগঠক মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হক।

বক্তারা বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জানা গেছে, দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মিছিল ও সমাবেশে অংশ নিতে উখিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

উক্ত গণমিছিলে উখিয়ার বিভিন্নস্হান থেকে দলীয় পতাকা, দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে গণমিছিলে যোগদান করেন নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধভয়েস ফর চট্টগ্রামের (ভিএফসি) আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়া সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত