উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২০) নামের একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা-১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলাম’এর ছেলে।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে উক্ত রোহিঙ্গা ক্যাম্পের ডি/৮ ব্লকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, গতকাল রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিল। স্থানীয় ৭/৮ জন রোহিঙ্গা এ সময় তাদের পথরোধ করে এত রাতে ক্যাম্পের ভিতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ৩/৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
ঐ সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করে ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
রোহিঙ্গা নেতা মো. আলী বলেন, “এই ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।”