উখিয়ায় কিং সালমান সেন্টারের খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

উখিয়ার সেবামূলক সংস্থা কিং সালমান সেন্টার এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ উদ্যোগে কঙবাজারে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় হতদরিদ্রদের মাঝে ১১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ প্রকল্পের আওতায় ১২ অক্টোবর খাদ্য বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার ভোজ্য তেল, ১কেজি লবণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফাহাদ আল মাজি। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব। উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সালামত উল্লাহ, মোহাম্মদ ওয়ায়েস, মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শিশুর মন বুঝতে না পারলে শিশু সাহিত্যিক হওয়া দুষ্কর’
পরবর্তী নিবন্ধজাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের প্রশিক্ষণ ভাতা বিতরণ