উখিয়ায় ছাত্রলীগের এক নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। আজিজুর রহমান নামে ছাত্রলীগের ওই নেতার ফেসবুকে জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জোনাইদ ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আজিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একটি মহল। ১৩ মিনিটের একটি ভিডিওকে কাটছাঁট করে ২২ সেকেন্ডের ক্লিপ বানিয়ে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতিকে আমরা ইউনিয়ন ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি। তবে এ বিষয়ে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ মনজুর বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে আজীবন বহিষ্কারের কোনো বিধান নেই।







