উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও ওয়াকিটকিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসামি ধরতে অভিযানে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে পুলিশের এই অভিযান চলে। এসময় একটি দেশীয় বন্দুক, গুলি ও ওয়াকিটকিসহ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরাফাত (২৪)। তিনি ১৯ নম্বর ক্যাম্পের ১৪ ব্লকের মোহাম্মদ তাহেরের ছেলে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর পুলিশ ক্যাম্পের এপিবিএন পুলিশ পার্শ্ববর্তী ১৯ নম্বর ক্যাম্পের এ/১৪ নম্বর ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে উক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রোহিঙ্গা উগ্রবাদী সংগঠন আরসার সদস্য ও দুইটি হত্যা মামলার পলাতক আসামি। এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন জানান, শুক্রবার রাতে চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ক্যাম্প১৯ এ বিশেষ অভিযানে নামে এপিবিএন। অভিযান চলাকালে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ আরসার সদস্য মোহাম্মদ আরাফাতকে একটি ওয়াকিটকিসহ গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিমতে এক রাউন্ড গুলি ও একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। তাকে আইনী প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএভারেস্টের চেয়েও উঁচু পর্বতের খোঁজ
পরবর্তী নিবন্ধতেইশ সালে ২৩ লাখ গাছ লাগাবে জেলা প্রশাসন