উখিয়ার নুরুল আলম ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনসিডি) কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উখিয়ার কৃতী সন্তান নুরুল আলম।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নুরুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য এবং নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল আলম উখিয়া উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছোট ভাই।

এই পদে নির্বাচিত হওয়ায় নুরুল আলমকে অভিনন্দন জানিয়ে উখিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধজাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রংশসায় ট্রাম্প
পরবর্তী নিবন্ধফটিকছড়িত বিয়ের আড়াই বছর পর সন্তানকে মেরে গৃহবধুর আত্মহত্যা