উখিয়া সুলতানিয়া নূরানী একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:৩১ পূর্বাহ্ণ

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানিয়া আযীযুল উলূম মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত সুলতানিয়া আযীযুল উলূম নূরানী ইসলামী একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম পরিচালিত তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে যেসব শিক্ষার্থী এ+ পেয়েছে অনুষ্ঠানে সবাইকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

গত শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুলতানিয়া আযীযুল উলূম মাদ্রাসার নির্বাহী পরিচালক আল্লামা আযীযুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নের মেম্বার আব্দুল গফুর চৌধুরী, এম মনজুর আলম, নজরুল ইসলাম সিকদার ও সোহেল রানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল শাহসুফি সৈয়দ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর ওরশ
পরবর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক আল-কাদেরীর ওরশ