বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম হলে ঈদ আনন্দ পূর্ণতা লাভ করবে।
বুধবার (২ এপ্রিল) উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












