কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে৷ মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনে এই ঘটনা ঘটে৷
এ ঘটনায় নিহত হেড মাঝি রোহিঙ্গা ক্যাম্প ২০ এর এম ৩২ ব্লকের আবু সৈয়দ এর ছেলে মোহাম্মদ নুর (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে মোজাম্মেলের মুদি দোকান থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত ৪ বা ৫ জন সন্ত্রাসী রাতের অন্ধকারে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে ফেলে পালিয়ে যায়৷ স্থানীরা তাঁকে মৃত উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেছে৷ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসা কর্তৃক এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা যায়। তবে কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে একজনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে৷ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে৷