উখিয়ায় রোহিঙ্গাকে কু পি য়ে হ ত্যা

আজাদী অনলাইন | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১১:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি কুপিয়ে এক রোহিঙ্গাকে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।

নিহত রোহিঙ্গা হলেন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে মোঃ ইয়াসিন (৩৫)। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের ব্র্যাক এনজিও সংস্থার পরিচালনাধীন একটি স্কুলের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

রবিবার (২৮জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের সময় উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করার প্রক্রিয়া চলছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম হোসেন বলেন, এক রোহিঙ্গা দায়িত্ব পালন করার সময় ৭/৮জন আরসার সক্রিয় সদস্যরা ইয়াসিনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার মনখালী গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে শ্বশুরবাড়িতে নারীর রহস্যজনক মৃ ত্যু