উখিয়ার গহীন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষণক মো. মনিরুল ইসলাম জানান, উখিয়ার জোমছড়া গহীন পাহাড় থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়। হাতিটি রক্ত বমি করেছে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় দেড় কিলোমিটার পাহাড়ি রাস্তায় বমির চিহ্ন দেখা গেছে। বমির কারণে হাতিটির মৃত্যু হতে পারে।
তিনি বলেন, সন্ধ্যার দিকে হাতিকে মাটিচাপা দেওয়া হয়। ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।