কক্সবাজারে উখিয়ার পালংখালীতে মোঃ আরাফাত (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এই যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহত যুবক পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার হাজি জালাল আহমেদের পুত্র।
নিহতের বড়ভাই মাস্টার জয়নাল আবেদীন অভিযোগ করেছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজ করে ফেরার পথে মো: আরফাতকে অপহরণ করে নিয়ে যায় একদল লোক। পরে তাকে মারাত্মকভাবে পেটানো হয়। আরফাতে স্থানীয় তাজমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাস্টার জয়নাল আবেদীন অভিযোগ করেন, ২০১২ সালে তাদের আরেক ভাই জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন রাত ১২টার দিকে বলেন, ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।