উখিয়ায় মিনি ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন মুন্সি (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারউখিয়া সড়কের রাজাপালং আলিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মকবুল হোসেন মিন্সির ছেলে।

নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ আরমান জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে উখিয়া রেজিস্ট্রার অফিসে যাওয়ার সময় আলিমুড়া এলাকায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মহিউদ্দিন মুন্সিকে মৃত ঘোষণা করেন। শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্যকে চাপা দেয়া মিনি ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একাধিক দল। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাদেরীয়া চিশতীয়া পরিষদের ৩৬তম সুন্নি সম্মেলন
পরবর্তী নিবন্ধগুয়াতলী প্রাইমারি স্কুলে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা