উখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৯:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। এ সময় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার রিজার্ভ বনভূমি (ঘাট মৌজা, আর.এস. দাগ নং-১৭০) থেকে মাটি কাটার সময় অভিযুক্ত ড্রাম-ট্রাকটি (নম্বর: চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯) জব্দ করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন।তিনি বলেন, “সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্যদের মধ্যে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তেলের ডিপোতে নিহত তরুণের পরিচয় মিলেছে
পরবর্তী নিবন্ধবায়েজিদে ৯০টি ভারতীয় মোবাইলসহ যুবক গ্রেপ্তার