কক্সবাজারের উখিয়ার ইমামের ডেইল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি। এসময় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া গ্রামের নুরু আলমের পুত্র মোঃ রুবেল মিয়া (১৯)। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে এসব গাঁজাসহ একজনকে আটক করা হয়।
এ ব্যাপারে ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উল্লিখিত গাঁজা ফুলেরপাড়া বাজারের পানের দোকান থেকে ক্রয় করেন। সেখান কক্সবাজারে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।












