কক্সবাজারের উখিয়া প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগ দুইটি অবৈধ ইটভাটা ও একটি করাতকলে অভিযান পরিচালনা করে। এসময় কাউকে আটক করতে পারেনি। এ অভিযানে দুইটি অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উচ্ছেদ করা হয়েছে একটি করাত কল। এছাড়া করাতকলের বিভিন্ন সরঞ্জামাদি ও কাঠ জব্দ করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়া ছড়ি ও রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার গহিন বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটা এবং রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় একটি করাতকলে উক্ত অভিযান পরিচালনা করেন।
এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান সাংবাদিকদের বলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং খেওয়া ছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইটভাটায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান করা হয়েছে।
তিনি জানান, ইটভাটা দুইটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরনের ছাড় পত্র না থাকার কারণে এম আর সি ব্রিক নামের একটি ভাটার মালিক কে ৭০ হাজার টাকা এবং আফিপা ব্রিক নামক অন্য একটি ভাটার মালিক কে ৩০ হাজার টাকা সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করেন। আর রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। করাতকলটির বিভিন্ন সরঞ্জামাদি ও কাঠ জব্দ করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকার কারণে দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আর একটি অবৈধ করাতকল উচ্ছেদ করে সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সাথে ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান,উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল রনি ও ওয়ালা পালং বিট কর্মকর্তা মোহাম্মদ আরফাত।