উখিয়ায় ফোর মার্ডার মামলার আসামি তিনভাই গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতোজেঠাতো ভাইবোনের মাঝে সংঘর্ষে চারজন নিহতের চাঞ্চল্যকর ঘটনার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুতুপালং এলাকার নাজীর হোসেনের পুত্র আবুল ফজল বাবুল (৩৭), তার দুই ছোটভাই মাহমুদুল হক (৩০) ও রায়হান (১৯)। গতকাল শনিবার ভোরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন ওই ঘটনায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ ম ফারুক। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের এই কর্মকর্তা জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামি এক জায়গায় অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। পরবর্তীতে ৮ এপ্রিল রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেনস্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭), তার বোন শাহিনা বেগম (৪০) ও রওশন আরা। নিহতরা সম্পর্কে আপন চাচাতোজেঠাতো ভাইবোন।

পূর্ববর্তী নিবন্ধচসিককে স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও গবাদি পশু পুড়ে ছাই