উখিয়ায় পৃথক স্থানে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তারা দুজনেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া থেকে পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনের গলায় ফাঁস ছিল। দুইজনই একই এনজিও সংস্থার সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কী কারণে এই ঘটনা সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিএসসি চেয়ারম্যান ও ১২ সদস্যের পদত্যাগ
পরবর্তী নিবন্ধমো. আবু তাহের