উখিয়ায় পাহাড় চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় পাহাড়ের মাটি চাপা পড়ে মো. আলম নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।

স্থানীয়দের তথ্য মতে, দীর্ঘদিন ধরে বনবিভাগসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। প্রতিদিনের মতো পাহাড় কাটাকালে গতকাল শুক্রবার বিকালে পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি।

দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনৈতিকতা ও জীবনবোধ শেখাতে হলে সুকুমারবৃত্তি জাগানো জরুরি
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. এ কে এম আবু জাফরের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত