কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ৭ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রোববার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’র ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী–পুরুষসহ প্রায় ৭ শতাধিক শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন।
নৌ বাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প পর্যবেক্ষণ করেন নৌবাহিনী ফরোয়ার্ড বেইস কক্সবাজার’র অধিনায়ক কমান্ডার হাবিবুল মউলাসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
এ সময় কমান্ডার হাবিবুল মউলা বলেন, বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে উখিয়ার ইনানীতে এই ক্যাম্প আয়োজন করেন। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।