উখিয়ায় দুই ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৭:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ চৌধুরী পাড়া এলাকায় দুই ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে মৃত ইসলাম মিয়ার ছেলে নুরুল আলম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর দুই ঘন্টা আগে তার মা মৃত্যুবরণ করেছেন।

এদিকে, একইদিনে দুই ঘন্টা ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত এলাকাবাসী জানায়, একইদিনে মা-ছেলের মৃত্যুতে আমরা পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের ধৈর্য্য ধারণ ও সমবেদনা জ্ঞাপন করছি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নববধূর মৃত্যুর ঘটনায় পলাতক স্বামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৫ নেতাকর্মী গ্রেফতার