কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত টেক্সি স্ট্যান্ডে চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের ৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে ১০টার দিকে উখিয়া সদর স্টেশনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন শ্রমিক নেতা মোহাম্মদ আলম, মোরশেদ, সাইফুর রহমান সিকদার ও সৈয়দ নূর। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এই ঘটনায় যুবদলের দুই গ্রুপ একে অপরকে দায়ী করে পরস্পরবিরোধী অভিযোগ করেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার বলেন, সকালে সিএনজি স্টেশনে মোরশেদ ও জুয়েলসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে ড্রাইভারদের নিকট থেকে চাঁদা দাবি করলে ঘটনার সূত্রপাত হয়। তিনি এ ঘটনায় সাবেক যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দায়ী করেন।
অপরদিকে, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, বিবদমান সিএনজি শ্রমিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনি জড়িত নন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার তদন্ত চলছে।