কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ১৪এপিবিএন। এসময় তাদের কাছ থেকে ২ হাজার৯শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতদের রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর বশরের ছেলে নুরুল হক (২৮)ও একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস মোস্তফার ছেলে মোঃ তৈয়ব (৩৩)।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি) রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ব্লকের সামনে এ অভিযান চালানো হয়।
১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল সত্যতা নিশ্চিত করেন।তিনি ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।