উখিয়ায় আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়া গ্রেফতার

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ১২:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৭ ব্লকের বাসিন্দা মৃত আলী জোহরের ছেলে জাকারিয়া (৩২)।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে উখিয়ার ১০ রোহিঙ্গা ক্যাম্পর বিশেষ অভিযান চালানো হয়। র‌্যাব ১৫-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, সে জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘাটি বিলে লুকিয়ে রাখত। উদ্ধারকৃত অস্ত্রটি পাশ্ববর্তী মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃর্ক ব্যবহৃত বলে র‌্যাব জানিয়েছেন। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নির্জন জায়গায় ছিনতাইয়ের কবলে বিএমএ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধকক্সবাজারে চান্দের গাড়ির ধাক্কায় টমটম চালক নিহত