উখিয়ায় অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ১২:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সাথে বিদ্যালয় ঘেরাও করেছেন এসব পরীক্ষার্থীরা।

এসময় তারা কান্নায় ভেঙে পড়েন। ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়ে গেছে শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার থেকে ১১ পর্যন্ত এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

তিনি বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩জন শিক্ষার্থী পরিক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারা শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, ‘আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চার সিএনজি চোরকে ধরে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দেশীয় অস্ত্র উদ্ধার, মাটি কাটার ২ স্কেভেটর জব্দ