উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ১২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি-অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করেছে-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মোঃ শফিক (৩৩)। গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন,
দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বন্যহাতির আক্রমণে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি