কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা শুটারগান বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন ও ৪টি সীম উদ্ধার করা হয়। ১০ অক্টোবর (বুধবার) সাড়ে ৯টায় থাইংখালী ঠান্ডাজোড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র্যাব—১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আতংক সৃষ্টিকারী রহমত উল্লাহকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। সে ক্যাম্প—২০ এর সি ব্লকের বি—৩ তে বসবাসরত জাকারিয়ার পুত্র।
রহমত আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাধারণ নাগরিকদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে থাকে। অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বহু অপকর্মের সাথে সে জড়িত। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সু—কৌশলে পাহাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।