কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ আদায়কারী অপহরণ চক্রের আরও এক সদস্য মো. জায়েদ হোসেন ওরফে ফারুকে (২২) গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, গুলি, র্যাবের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জায়েদ মরিচ্যা বাজার এলাকার আবদুস শুক্কুরের ছেলে। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ জুন রাতে উখিয়ার ১৫ নম্বর আশ্রয়শিবির থেকে মো. হাফিজ উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে অপহরণ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় করা মামলায় জায়েদ হোসেনকে আসামি করা হয়।
গতকাল সোমবার বেলা দেড়টায় র্যাব–১৫ কক্সবাজার সদর ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস বিফ্রিং করে অস্ত্রসহ জায়েদকে গ্রেপ্তারের তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
তিনি বলেন, অপহরণ চক্রের আরও দুই সদস্য নবী হোসেন ও শাহ আলমকে ধরতে র্যাবের অভিযান চলছে। এই দুজনের নিয়ন্ত্রণে চলে টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়।