উখিয়ায় অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা শিশু নিহত

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে তাসফিয়া আক্তার (১১) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক রোহিঙ্গা কিশোরী গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৮নং ক্যাম্পের এইচ/৫২ ব্লকের রোহিঙ্গা মো. ইয়াছিনের বসতঘরের সামনে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে এ রোহিঙ্গা শিশু মারা যায়।

তিনি আরো জানান, এসময় একই ক্যাম্পের দিল কায়েস (১৮) নামের অপর রোহিঙ্গা কিশোরী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত কিশোরী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রোহিঙ্গা শিশুর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে ক্যাম্পের রোহিঙ্গাদের সূত্র জানিয়েছে, ১৫/১৮ জনের একদল রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সঙ্গে এপিবিএন পুলিশের ক্রসফায়ার চলে অনেকক্ষণ। পরে সন্ত্রাসীরা ৮/ ইস্ট ক্যাম্পের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় এ রোহিঙ্গা শিশু নিহত ও কিশোরী গুলিবিদ্ধ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ২৫ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধজাতীয় গ্রিডে বিপর্যয়, চট্টগ্রামসহ বিদ্যুৎ নেই দেশের অনেক জায়গায়