এসএসসি ৮৯ ব্যাচের সহপাঠীদের সংগঠন ‘উই আর এইটিনাইন’ এর উদ্যোগে গত ৬ জানুয়ারি ফিরিঙ্গিবাজারস্থ জেএমসেন স্কুল প্রাঙ্গণে স্থানীয় দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফিরিঙ্গিবাজারস্থ সামাজিক সংগঠন ‘অঙ্গিকার’ পরিচালিত মক্তবের শিক্ষার্থীদের দ্বারা শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমে ‘উই আর এইটিনাইন’ এর ফাউন্ডিং এডমিন সারজিল ইসলাম, ক্রিয়েটর এডমিন নাজমুল সৈয়দ, মডারেটর শেখ মো. সাজ্জাদ, সদস্য মো. নুরুল আজাদ, ওসমান গণি ও মাহমুদুন নবী উপস্থিত ছিলেন। সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে চরণদ্বীপ, হালিশহর, হাটহাজারী ছিপাতলী ও নজুমিয়া হাট সহ নগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।