চিটাগাং উইম্যান চেম্বার ও অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের যৌথ উদ্যোগে ‘হেলথ এডুকেশনাল সেমিনার অন ডায়াবেটিক এন্ড নেফ্রোলজি’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা। তিনি ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকার জন্য জন্য সকলের প্রতি অনুরোধ জানান। মূল বিষয়ের উপর আলোচনা করেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের এসোসিয়েট কনসালটেন্ট এবং চমেক হাসপাতালের কিডনি ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. নয়না নজীর। উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, শামীম মোরশেদ, সীমা খাতুন, পরিচালক রেখা আলম চৌধুরী, আনসার ভিডিপি কমান্ডার এএসএম আজিম উদ্দিন, চৌধুরী জুবায়েরা সাকী জিপসী, ব্রিজেড ডায়েস এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র এঙিকিউটিভ সায়মা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।











