উইম্যান চেম্বারের মাসব্যাপী ট্রেড ফেয়ার শুরু হচ্ছে আজ

উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং পণ্যের প্রসারের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ার-২০২২’। নগরীর পাহাড়তলী আমবাগান রোডের রেলওয়ে শহীদ শাহাজাহান মাঠে বিকেলে অনুষ্ঠিতব্য এই মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মেলা উপলক্ষে গতকাল দুপুরে নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম উইম্যান চেম্বারের আয়োজনে এই মেলার সার্বিক সহযোগিতায় থাকছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শিল্প মন্ত্রণালয় কর্র্তৃক প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপার্সন এবং চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের মেলায় ছোটবড় প্রায় দুইশটি স্টল এবং চারটি প্যাভেলিয়ন অংশগ্রহণ করবে। এছাড়া নারী উদ্যোক্তাদেরকে স্বল্পমূল্যে ক্ষেত্র বিশেষে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প, সিসি টিভি ক্যামেরা এবং বেসরকারী নিরাপত্তা রক্ষীসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। মেলায় স্পন্সর হিসেবে আছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, আরএসপিএল, ইন্ট্রাকো গ্রুপ, জেনেটিকা, জেডএম, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদীসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়াও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা স্মরণে ৫ জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ার হাকিম আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক ডা. মুনাল মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান এবং সুলতানা নূরজাহান রোজীসহ পরিচালক ও সদ্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিমানের চট্টগ্রাম-দুবাই ফ্লাইট শুরু ১১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধসিএন্ডবিতে হাসপাতাল নির্মাণে তুরস্ককে চসিকের প্রস্তাব