বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে ৪ দিনব্যাপী পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে বিজয় উৎসবের ৩য় দিনে গত ১৭ ডিসেম্বর আলোচনা সভা , ব্যান্ড- শো, সংগীতানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডিপার্টমেন্ট অফ এগরিকালচার এক্সটেনশানের মেট্রোপলিটন এগ্রিকালচার অফিসার কামরুম মোয়াজ্জামা। অনুষ্ঠানে রেলওয়ে মুক্তিযোদ্ধা সংগঠনসহ আটটি ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের দীর্ঘ দিনের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের পরিচালক লুৎমিলা ফরিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক, সদস্যসহ নারী উদ্যোক্তারা অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।